শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: চাকরি হারানোয় হতাশা থেকে কীটনাশক পানে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

সুজন কৈরী : [২] রাজধানীর পল্লবী এলাকায় এ ঘটনা ঘটেছে। এছাড়া পুরান ঢাকার চকবাজারে আসিয়া আক্তার শান্তা (২১) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

[৩] পল্লবী থানার এসআই নুরে আলম জানান, স্ত্রী ও দুই সন্তানসহ মিরপুর ১১ নম্বর সেকশনের এ ব্লকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন আনোয়ার হোসেন মান্নান (৪৫)। তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টে চাকরি করতেন। কোভিড-১৯ এর কারণে গত ১০/১৫ দিন আগে তার চাকরি চলে যায়। অভাব-অনটন ও মানসিক চাপে থাকা আনোয়ার গত ১ জুলাই নিজ বাসায় কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টার দিকে তিনি মারা যান।

[৪] চকবাজার থানার এসআই মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আসিয়া ও তার আরিফুল। ভোর রাতে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন স্বামী। খবর পেয়ে শনিবার সকাল ৯টায় পুলিশ তার মৃতদেত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

[৫] এসআই মাসুদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আসিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়