শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে সরে আসতে চায় বাংলাদেশ মিশন, অনেক নাগরিক থাকায় সরাতে পারছি না: পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম : [৩] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের মিশন বারবার ফিরে আসতে চাইলেও দেশটিতে বহু বাংলাদেশি থাকায় তাদেরকে আমরা সেখানে জোর করেই রেখেছি।

[৪] বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ৪০ হাজারের মতো অবৈধ বাংলাদেশি সেখানে রয়েছেন।

[৫] পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও অপর একটি দেশ ছাড়া সব দেশই তাদের মিশন ও দূতাবাসগুলো তিউনেশিয়াতে সরিয়ে নিয়েছে। ত্রিপোলী শহরে যখন তখন বোমা বিস্ফোরিত হয়। ইজ নট অ্যা নরমাল প্লেস, ইজ এ ডিফিকাল্ট লাইফ।

[৬] অন্যান্য দেশের মিশনগুলো সরে যাওয়ার আরেকটি কারণ হলো, ‘ওখানে মানি পাঠানোর কোনো উপায় নেই। নিজে বিমানে করে নিলে সেটি সম্ভব হয়। ফিন্যান্সিয়াল সিস্টেম ইজ নট ওয়ার্ক।’

[৭] আমাদের দূতাবাসের অবস্থাও খুব ভালো না, সেখানে জীর্ণ অবস্থায় আছে। এটা তারও জানে। লিবিয়াতে কোনো সরকার নেই, সেখানে কোনো আইন কানুন নাই।

[৮] আমাদের দূতাবাস জাতিসংঘ সমর্থিত সরকারকে আমাদের উদ্বেগের কথা জানিয়ে নিরাপত্তা চেয়েছে।

[৯] সম্প্রতি লিবিয়ার বেনগাজির অনিয়ন্ত্রিত এলাকায় ২৬ বাংলাদেশি হত্যা কাণ্ডের শিকার হয়। ঐ ঘটনায় আহত হন ১১ বাংলাদেশি।

[১০] যদিও চলতি বছরের শুরুতে লিবিয়ায় বাংলাদেশিদের না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়