শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় ছিনতাইকারী গুলি রাসেল ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার

গিয়াস উদ্দিন, চট্টগ্রাম: [২] চট্টগ্রামের পটিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারীর মূল হোতাকে পুলিশ গ্রেপ্তার করেছেন। ছিনতাইকারীর হোতা রাজু প্রকাশ গুলি রাসেল (২৭)। সে পটিয়া সুচক্রদন্ডী এলাকার মৃত জাফর আহমদের পুত্র।

[৩] গুলি রাসেলের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সুচক্রদন্ডী বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেন। এর আগে পুলিশ দুপুরে পটিয়া বাইপাস সড়ক এলাকা থেকে গুলি রাসেলকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে গুলি রাসেল পটিয়া পৌর এলাকা ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

[৪] ছিনতাইকারী রাসেলের পিতা জাফর আহমদ ও তার চাচা আব্দুস সবুর মাদক সংক্রান্ত ঘটনায় কয়েক বছর আগে নিহত হয়েছে। রাসেলের বাপ চাচাসহ পরিবারের অধিকাংশ সদস্য মাদক ইয়াবা চুরি ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।

[৫] স্থানীয়রা জানিয়েছেন, বেশকিছু দিন ধরেপটিয়াতে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের উপদ্র বেড়েছে। ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের সদস্যরা যাত্রীবেশে লোকজনকে গাড়িতে তুলে নির্জ্জন এলাকায় নিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেন। পটিয়া বাইপাস, গোবিন্দারখীল, হাইদগাঁও, বৈলতলী রোড, কোলাগাঁও, শান্তিরহাট, আমজুরহাট, কেলিশহর, কমলমুন্সির হাটসহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের ভিন্ন ভিন্ন সিন্ডিকেট রয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলি রাসেলকে দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করে।

[৬] পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের পাশাপাশি পটিয়াতে বেড়েছে চুরি, ছিনতাই। ছিনতাই চক্রের মূল হোতা গুলি রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাম, ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই অভিযানের মাধ্যমে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের রেকর্ড করা হয়েছে।তাকে জিজ্ঞসাবাদের জন্য ৫ রিমান্ড আবেদন করা হয়েছে। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়