শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ছেলের ১৬ ঘণ্টা পর মিলল বাবার লাশ

বরিশাল প্রতিনিধি: [২] ব‌রিশা‌লের বাকেরগঞ্জে মাছ ধরা 'চাঁই' বিক্রি করতে এসে পিতা-পুত্র খুন হয়েছে। আজ শ‌নিবার বেলা ১১টার পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপ‌জেলার কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দি‌কে পান্ডব নদীর তীর থে‌কে ছে‌লের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

[৩] বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, নিহ‌তেরা হ‌লেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০)।

[৪] জানা যায়, হেলাল উদ্দীন এবং তার ছেলে ইয়াসিন ‘মায়ের পরশ’নামক ট্রলার নিয়ে চাঁই বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসেন। চাঁই বিক্রি শেষে ফেরার পথে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়।

[৫] চাঁই বিক্রি করতে আসা নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাঁই পৌঁছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাইনি। পরে শুনি তাদের লাশ নদীতে পাওয়া গেছে। নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

[৬] বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান, মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়