শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি মারা গেছে। অনেকে তবে এতোদিন ব্যতিক্রম ছিল অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়াতে এই প্রথম একজন বাংলাদেশি করোনাতে আক্রান্ত হয়েছে।

করোনা আক্রান্ত বাংলাদেশি সিডনি শহরের বালম্যানউল ওর্থসে চাকরি করেন এবং আর্নক্লিফে বসবাস করেন। তার করোনা আক্রান্ত হওয়ার পর ওই সুপারশপে কর্মরত তার পঞ্চাশজন সহকর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে স্টোরটি রাতে গভীরভাবে পরীক্ষা করা হয়েছে।

[৩] করোনা আক্রান্ত ওই বাংলাদেশি গত ১১ জুন বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে মেলবোর্নে এসে পৌঁছায় এবং একটি হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৪র্থ দিনে করোনা ধরা পড়ে স্বত্বেও তাকে ১৪তম দিনে হোটেলে ত্যাগের অনুমতি দেওয়া হয় এবং সেসিডনিচলেআসে।

সম্প্রতি উলওর্থসে কাজ করা অবস্থায় অসুস্থবোধ করলে স্টোর ম্যানেজার তাকে আবারো করোনা পরীক্ষার করার পরামর্শ দেন। এবংপরীক্ষায় করোনা পজেটিভ ফল আসে।

[৪] নিউ সাউথওয়েলস রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেরিচ্যান্ট বলেছেন, বিষয়টি এখনও তদন্তাধীন এবং লোকটির খুব কম মাত্রার ভাইরাস সনাক্ত হয়েছে। তবে এনএসডব্লিউ স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক।

করোনা আক্রান্ত প্রবাসী বাংলাদেশি সিডনির ল্যাকেম্বাতে বসবাস করে।

[৫] অস্ট্রেলিয়াতে দ্বিতীয় ধাপে করোনা আক্রমণ দিনদিন বেড়ে চলেছে আজকে নতুনকরে ২৫৪জন যেইটা গত তিন মাসে সর্বোচ্চ। করোনা আক্রান্ত হয়েছে সর্বমোট ৮ হাজার ২৫৫জন করোনাতে আক্রান্ত হয়েছে এবং ৭৩১৯জন সুস্থ হয়ে ফিরে গেছে বর্তমানে চিকিৎসাধীন আছে ৮৩২ জন।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়