শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াই মাসে ১২ চুক্তি, ১ লাখ ১৭ হাজার কোটি রুপি বিনিয়োগ পেল জিয়ো

ডেস্ক রিপোর্ট : [২] মহামারীতে কপাল খুলেছে ভারতীয় কোম্পানি জিও। আজ শুক্রবার তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, আড়াই মাসেরও কম সময়ের মধ্যে ১২টি চুক্তির মাধ্যমে বিভিন্ন সংস্থা মোট ১ লাখ ১৭ হাজার কোটি রুপিরও বেশি অর্থ জিয়োতে বিনিয়োগ করেছে। সর্বশেষ চুক্তি করেছে ‘ইনটেল ক্যাপিট্যাল’। তারা মুকেশ আম্বানির জিয়োতে বিনিয়োগ করেছে ১ হাজার ৮৯৪ দশমিক ৫ কোটি রুপি।

সপ্তাহদুয়েক আগেই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (রিল) কর্ণধার মুকেশ আম্বানী ঘোষণা দিয়েছিলেন, তার কোম্পানির সব দেনাপাওনা মিটিয়ে প্রকৃত অর্থে ‘দেনামুক্ত’ হয়েছে। শেয়ারহোল্ডারদের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করতে পেরেছেন। এরপর আজ জানানো হলো, মার্কিন চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল কর্পোরেশনের শাখা প্রতিষ্ঠান ‘ইন্টেল ক্যাপিট্যাল’ রিল-এর অধীন রিলায়্যান্স জিয়োর দশমিক ৩৯ শতাংশ শেয়ার কিনে নেয়ার চুক্তি করেছে।

[৩] জিয়োতে বিনিয়োগের এই স্রোত শুরু হয়েছিল গত এপ্রিলে। ২২ এপ্রিল ফেসবুক প্রথম ৪৩ হাজার ৫৭৩ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দেয়। কোম্পানির ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এ সোস্যাল মিডিয়া জায়ান্ট। এরপর একের পর এক বিনিয়োগ করেছে সিলভার লেক, ভিস্তা, জেনারেল আটলান্টিক, কেকেআর, মুবাডালা, অডিয়ার মতো দেশী-বিদেশী কোম্পানি। মোট ১২টি চুক্তিতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৮৮ কোটি রুপি। বণিক বার্তা, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়