শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারুন অর রশীদ : প্রতিদিন আইসিইউ ও ভেন্টিলেটরের সুনির্দিষ্ট তথ্য দিন, স্বাস্থ্যমন্ত্রী

হারুন অর রশীদ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব। দেশে করোনার জন্য নির্ধারিত হাসপাতালের ৬৪ ভাগ বেড খালি।
আইসিইউ অর্ধেক খালি। ভেন্টিলেটর ৭৫ ভাগ ব্যবহার হয় না।

এটা স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের তথ্য। প্রতিদিন নিয়মিত ব্রিফিং-এ সংখ্যা জানানো হয়। কিন্তু সুনির্দিষ্টভাবে কোন হাসপাতালে কতটি বেড, আইসিইউ খালি তা বলা হয় না।

তাই আমার প্রস্তাব: কোন হাসপাতালে কত বেড, আইসিইউ খালি আছে প্রতিদিন তার আপডেট মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হোক। এটা রাউন্ড দ্য ক্লক আপডেট করা হোক। অথবা একটি হান্টিং হটলাইন নাম্বার দেয়া হোক যেখানে ফোন করলে তাৎক্ষণিকভাবে জানা যাবে কোন হাসপাতালে বেড, আইসিইউ , ভেন্টিলেটর খালি আছে। কতটি খালি আছে। তাহলে রোগী বা তার স্বজনরা অযথা না ঘুরে সঠিক হাসপাতালে যেতে পারবেন।

আর যদি না জেনে কোনো হাসপাতালে যান তাহলে সেই হাসপাতালের রিসিপশন থেকেই ওয়েব সাইট দেখে জানিয়ে দিতে পারবে যে কোন হাসপাতালে বেড, আইসিইউ খালি আছে। তারা সুবিধামত তাদের কাছের হাসপাতালে যেতে পারবেন।
এটা করলে আসলেই খালি বেড, আইসিই, ভেন্টিলেটর করোনা আক্রান্তদের কাজে আসবে। নয়তে কাজীর গরু শুধু কেতাবেই থাকবে।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়