শরীফ শাওন : [২] গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দেশে অধিকাংশ টিকাই বিনামূল্যে দেয়ায় ভ্যাক্সিনেশনে পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনটি উৎপাদনে যে খরচ হয় সেই মূল্যই আমরা নির্ধারণ করবো। উৎপাদন খরচ দিয়ে সরকারের সহায়তা করলে আমরা
বিনামূল্যে দিতে পারব। তবে টিকাটির দাম গরিব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। তিনি বলেন, হিউম্যান মডেলে টেস্ট কার্যক্রম বাকি আছে।
[৩] ইনচার্য ডা. আসিফ মাহমুদ বলেন, ইঁদুরের উপর রেগুলেটেড এনিম্যাল ট্রায়াল সম্পন্ন করা হবে। শনিবার থেকে কার্যক্রম শুরু হয়ে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ডেটা কালেকশন করা হবে। এই ডেটাসহ বিএমআরসিতে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন জমা দিবো। সেপ্টেম্বরে মানবদেহে ট্রায়াল শুরু করা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
[৪] তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদক সবগুলো লিডিং কোম্পানি একটি নির্দিষ্ট টার্গেট ও ডেলিভারি নিয়ে কাজ করছে। আমরা ১২টি ক্যানডিডেট নিয়ে কাজ করছি। যেন কোন না কোন টার্গেট নিয়ে মুল লক্ষ্যে পৌঁছাতে পারি। বর্তমানে আমরা পশুর উপর পরীক্ষা কার্যক্রমে সফল হয়েছি। সম্পাদনা : রায়হান রাজীব