শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ত্রাণের ১২৫ টন চাল ও গম জব্দ, ৩ গোডাউন সিলগালা

আলমগীর হোসেন : [২] জব্দকৃত চাল ও গম পুলিশের হেফাজতে আছে। তিনটি গোডাউন সিলগালা করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রককে।

[৩] বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চাল ও গম জব্দ করা হয়। এর আগে সকালে সাংবাদিকরা অনুসন্ধান করতে গিয়ে কমলনগর উপজেলা খাদ্য গুদামের পার্শ্বে মেসার্স আলতাফ রাইস এজেন্সিী ফরিদ নামে এক ব্যবসায়ীর গোডাউনে টিআর, কাবিখা ও অন্যান্য খাদ্য বান্ধব কর্মসূচির ৯৬ টন চাল ও আনুমানিক ২০ টন গম মজুদ দেখতে পায়। এসময় ব্যবসায়ী ফরিদকে মজুদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনুমোদন নিয়ে এটি করছেন বলে জানান। এসময় তিনি মজুদকৃত মালামালের প্রকৃত হিসাব দিতে পারেননি।

[৪] এনএসআই এর উপ-পরিচালক মানিক দের এ নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারকে সঙ্গে নিয়ে আলতাফ রাইস এজেন্সি থেকে ৯৬ টন চাল, ২০ টন গম ও পরবর্তীতে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে মের্সাস রণি ট্রেডাস থেকে ১১৬ বস্তা গম ও নাহিদ ট্রেডার্সের গুদাম থেকে ৯৬ বস্তা গম জব্দ করা হয়।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, সরকারি চাল ও গম গুদামজাতকরণ ও শ্রমিকদের চাল গম,ভিজিএফ কাডের চাল সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় করার অপরাধে গুদামগুলি সিলগালা করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়