শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর প্রকল্পে চাকরি দেয়ার নামে প্রতারণা

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] একটি প্রতারকচক্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৩] প্রতারকচক্রের খপ্পরে পড়ে পাবনা শহরের মো. রাজু হোসেন বিশাল নামক এক যুবক ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল পৌর মহল্লার মো. আবদুর রাজ্জাকের ছেলে।

[৪] ভুক্তভোগী বিশাল জানান, গত ১ জুলাই তার মোবাইলে একটি কল আসে এবং তার নাম ধরে এক ব্যক্তি বলে, আমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি। আমাদের এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এ সময় প্রতারক মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি মেইল অ্যাকাউন্ট দেয় সিভি পাঠানোর জন্য। পরে তার নিজের এবং তার ছোট ভাইয়ের সিভি পাঠায়। এরপর অন্য নম্বর থেকে ফোন করে ২ হাজার ৬০০ টাকা দিতে বলে। ভুক্তভোগী বিশাল রাজি হয়ে প্রতারকদের দেয়া পার্সোনাল নাম্বারে বিকাশ করে দেয় টাকা। বৃহস্পতিবার ফের অন্য আরেকটি নাম্বার থেকে ফোন করে মেডিকেল করার জন্য ৬ হাজার ৩৪০ টাকা বিকাশ করে নেয় প্রতারক চক্রটি।

[৫] এরপর ভুক্তভোগীদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখা করতে বলে প্রতারক চক্র। কিন্তু এরপর থেকে প্রতারকদের ব্যবহৃত সবগুলো নাম্বার বন্ধ পাওয়া যায়।

[৬] ভুক্তভোগীরা জানান, বেকারত্বের সুযোগ নিয়ে কোভিড-১৯ এর দুর্যোগময় মুহূর্তে যে ক্ষতি করেছে তা দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত করে এর ব্যবস্থা নেয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত যুবক ও তার পরিবার। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

[৭] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, অর্থ লেনদেন এর সময় যাচাই-বাছাই করে বিনিয়োগ করা উচিত ছিলো। আর যারা এখানে অর্থ বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন তাদের প্রতি পরামর্শ হলো তারা যেন দ্রুত এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়