শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবদুলাল মুন্না : জোচ্চুরি করতে মেধা লাগে, গর্দভরা সেটাও বোঝে না

দেবদুলাল মুন্না :  ধরেন , আপনি কাউকে প্রতারিত করবেন সেক্ষেত্রে আপনার তাকে কনভিন্স করতে হবে। তো যিনি যার দ্বারা কনভিন্স হবেন সেটা তার গাধামি। যিনি করলেন তিনি কি জোচ্চুরি করলেন? মনে হতে পারে করেছেন। কিন্তু করেননি। তিনি হয়তো একটা সত্যের আরেকটি বিকল্প ভার্সন তুলে ধরলেন মাত্র আপনার কাছে।

এখন কথা হলো সত্য তো একই বিষয়ে একাধিক। যেমন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। আবার পৃথিবী সূর্যর চারিদিকে ঘুরে । আবার কোনটাই কোনটাকে কেন্দ্র করে ঘুরে না। ধরেন , ক নামের একজন তিনটাই জানে। খ জানে একটা । এখন ক খ’কে কনভিন্স করতে চাইছে । খ জানতে আগ্রহী। তখন ক খ’কে যে কোনো নতুন কথা বলে কনভিন্স করতে পারে। মানে বুদ্ধিবৃত্তিক হেজিমেনি। আরও বহু উদাহরণ দেয়া যায়। দিলাম না। মানুষ মরণশীল । আবার যদি বলি মানুষ মরণশীল না-- সেটাও সরদার ফজলুল করিম যেভাবে বলতেন সেভাবে সত্য। মানুষ তো মরে না। মরে রাম, রহিম, যদু, মধু। মরে নাম। নামের ইতিহাস। তো এইরকম খেলাটা ভাল বুঝতেন পরিচালক ঋত্বিক ঘটক। কিনি বলেছিলেন এক ইন্টারভিউতে,

"তোকে শালা মানবো না, তুই কে? দেখ আমিও নতুন পথ বাৎলাতে পারি" বলে যে সার্থকভাবে নিজের ঝাঁট জ্বালিয়েছে, সেইই অজান্তে নিজের রাস্তা খোঁজার স্পার্ক পেয়ে গেছে। সেদিক দিয়ে আপনিও। মানুষ খাট-বালিশ-বিছানা চাদরের মধ্যে মহা ভুল খোঁজে না, খোঁজে পিকাসোর পেইন্টিং বা সার্তের জীবনদর্শনের মধ্যে।’’

এই প্রসঙ্গে ঋত্বিকের বার্গমান নিয়ে একটা ইন্টারভিউ থেকে তুলে দেওয়ার লোভ সামলাতে পারছি না।

"বার্গম্যানকে জোচ্চোর বলেছি। বলতে গেলে অনেক কিছু বলতে হয়...... প্যাগান ফিলোজফিকে আনার জন্য ইমোশানাল সারচার্জ, গুরুদেব তৈরী... এই যে গুল - এগুলো কী? What is this 'Seventh Seal'? Terrific জোচ্চোর বলেছি এই জন্য যে- জোচ্চোর তো যাকে তাকে বলা যায়না। জোচ্চোর কাকে বলবে? - One of the supreme brains, one of the supreme technicians, যে জেনেশুনে বদমায়েশি করছে। গাধাদের কাছ থেকে তো এটা আশা করা যায়না - যে জোচ্চুরি করতে জানে না। If he doesn't know the truth he cannot cheat. So knowing fully well he is cheating. Do you follow me?"

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়