শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরার দেবহাটায় চালককে শ্বাসরোধ করে হত্যা, স্ত্রী ও প্রেমিকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার দেবহাটার চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত স্ত্রী রাবেয়া ও তার প্রেমিক রাজু আহম্মেদ আদালতে তাকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

[৩] বৃহষ্পতিবার বিকালে তারা আমলী আদলত- ৭ এর বিচারিক হাকিম বিলাস চন্দ্র মন্ডলের আদালতে এ জবানবন্দি প্রদান করেন।

[৪] গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের নিহত ইজিবাইক চালকের স্ত্রী রাবেয়া খাতুন (৩০) ও একই উপজেলার কামটা গ্রামের ওহাব আলী সরদারের ছেলে ও গাজীরহাট বাজারের মুরগী ব্যবসায়ি রাজু আহম্মেদ (৩৮)।

[৫] ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ জুন রাত দেবহাটার গাজীরহাট থেকে দেবহাটা বাজারে যাওয়ার কথা মনিরুলের ইজিবাইক ভাড়া করে কয়েকজন। পরদিন ২৬ জুন সকালে দেবহাটা উপজেলার সখীপুর-দেবহাটা সড়কের কামটা গ্রামের মিঠুর মুরগির দোকানের সামনে থেকে মনিরুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই নিহতের ভাই আমিরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আইনপ্রয়োগকারি সংস্থার সদস্য পরিচয়ে কামটা গ্রামের রাজু, নিহত মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন, রাবেয়ার মা ফতেমা খাতুন, শিমুলিয়া গ্রামের স্টেশনারী গুডস ব্যবসায়ি আরিফুর রহমান সুমন, সাংবাড়িয়া গ্রামের মুদি ব্যবসায়ি আব্দুর রশীদ ও দেবহাটার শিমুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাককে আটক করে। এরপর বুধবার রাতে এ ঘটনায় জড়িত না থাকায় রাজ্জাক, রশীদ ও সুমনকে ছেড়ে দেওয়া হয়।

[৬] সাতক্ষীরার দেবহাটা কোর্টের সহকারি উপ-পরিদশক(জিআরও) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, রাবেয়া ও রাজুর আদালতে মনিরুল হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়