শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ সিটিতে মশক নিধন কর্মসূচি জোরদার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: [২] পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের অঙ্গিকার। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সুস্থ জীবন গড়ি এই স্লোগান নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে । গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু হওয়া মশক নিধন কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের এই ক্রাশ প্রোগ্রাম শুরু হয়ে চলবে চলতি মাসের ০৮ তারিখ পর্যন্ত

[৩] এ বিষয়ে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, মশক নিধন আমাদের নিয়মিত কাজের একটি অংশ। তবে বর্তমান করোনা কালে সময়টি খুবই গুরুত্ব¡পূর্ণ। এসময় ডেংগুর প্রাদুর্ভাবের ঝুঁকি বেশি থাকে। তাই আমরা আবারো ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সকল ওয়ার্ডের সকল স্থানে একযোগে একটি পরিকল্পনার মাধ্যমে মশক নিধনের পরিকল্পনা করেছি।

[৪] মশক নিধনে চলমান ক্রাশ প্রোগ্রাম সম্পর্কে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে দেবনাথ বলেন, মশক নিধনে টেকনিক্যাল কমিটির পরামর্শ মোতাবেক ১২২ টি হটস্পট স্থান চিহ্নিত করা হয়েছে। হটস্পটসমূহকে বিশেষ নজর দিয়ে এই ক্রাশ প্রোগ্রামের আওতায় সকল ওয়ার্ডের সকল স্থানে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে দিয়ে এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করা হবে।

[৫] মসিক খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, গতকাল থেকে মসিকের ১ থেকে ১৮টি ওয়ার্ডে একযোগে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ২টি করে স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে মশার লার্ভা নিধন করা হচ্ছে। প্রতিদিন বিকেল ৪টা সন্ধ্যা পর্যন্ত প্রতি ওয়ার্ডে ১টি করে ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধনে করা হবে। এ কাজ ৪দিন পর্যন্ত চলবে।

[৬] এরপর দ্বিতীয় ধাপে ১৯ নং ওয়ার্ড থেকে ৩৩নং ওয়ার্ডে চারদিনব্যাপী একইরূপে কার্যক্রম চালানো হবে। প্রয়োজনে সমসীমা আরো বাড়তে পারে বলে জানান খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়