শিরোনাম

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাওয়া ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত ট্রাক

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] গত বুধবার থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে।

[৩] বৃহস্পতিবার সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ছেড়ে আসা ট্রাকগুলো ঘাট এলাকা থেকে মহাসড়কের অনেকদূর পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছি। দীর্ঘ সময় আটকে থাকার কারণে ট্রাকগুলোর চালক ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনা থেকে আসা গ্যাসের সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের চালক রাসেল বলেন, রাতে ঘাটে এসে আটকে আছি। জানি না কখন ফেরীর নাগাল পাব।

[৪] বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরী চলাচল করলেও মাওয়া ঘাট বন্ধ থাকার কারণে গাড়ীর চাপ পড়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়