শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিসা জটিলতায় এ্যাডভোকেট সাহারা খাতুনকে রোববারের আগে বিদেশে নেয়া সম্ভব হচ্ছে না

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

[৩] বৃহস্পতিবার তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, সাহারা খাতুন আইসিইউতেই আছেন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। মেডিক্যাল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কথা বলেছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেয়ার সব প্রস্তুতি চলছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হবে। কিন্তু ভিসা জটিলতার কারণে আগামী রোববারের আগে বিদেশে নেয়া সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহারা খাতুনের সার্বক্ষণিক খোজ খবর রাখছেন।

[৪] ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার বলেন, সাহারা খাতুনের পরিবার তাকে বিদেশ নিয়ে যাচ্ছে, তার ব্যবস্থাই হচ্ছে। সময়টা ঠিক করে তারা জানালেই হবে। আমাদের যেসব পেপার্স দেয়ার কথা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, সবই রেডি, সবই সেট করা।

[৫] এরআগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। গত ২৬ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেয়া হয়।

[৬] জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়