শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজবাড়ীতে এ পর্যন্ত ৫১৪ জনের কোভিড-১৯ শনাক্ত , ২ জনের মৃত্যু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় মোট ৫১৪ জনের করোনা করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন মারা গেছেন এবং ১৫৯ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৫০ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং ২৭৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

[৩] রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো.নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার জেলার আরও ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তার মধ্যে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত এসেছে। গত ২৮ ও ২৯শে জুন তাদের নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল।

[৪] তিনি আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৪ হাজার ৭২৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৪ হাজার ৫০২ জনের রিপোর্ট পাওয়া গেছে। ২২৯ জনের রিপোর্ট এখনও পেন্ডিং (অপেক্ষমান) রয়েছে।

[৫] সিভিল সার্জন বলেন, টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রতিটি উপজেলার মেডিকেল অফিসারগণ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি রোগীর ফলোআপ নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বড় এলাকা বা ছোট জায়গায় গুচ্ছভিত্তিক নয়, এখন একটি বা দু’টি করে বাড়ী লকডাউন করা যায় কিনা সে ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে।

[৬] কারণ বড় এলাকা ধরে লকডাউন করলে তা কার্যকর করা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। এ বিষয়টি মাথায় রেখে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার একটি প্রস্তাবনা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি (জেলা প্রশাসক) বরাবর প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়