শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের মিছিলে বাধা, ৩ দিনের কর্মসূচি

সমীরণ রায় : [২] বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিল পুলিশের বাধার মুখে শাহবাগ মোড়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। তবে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ তিন দিনের কর্মসূচির ঘোষণা দেন। আগামী ৬ জুলাই গোলটেবিল, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে ১৪ জুলাই কাওরান বাজার ওয়াশা ভবনের সামনে বিক্ষোভ এবং ২৩ জুলাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগসহ অন্যান্য দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

[৩] রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল আধুনিকায়ন করা, একাধিকবার জ্বালানির দাম বৃদ্ধির বিল প্রত্যাহার, স্বাস্থ্য খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ করা, স্বাস্থ্য সেবা নিশ্চিত ও বিনামূল্যে সব নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মিছিলের আয়োজন করা হয়।

[৪] গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, সরকার আমাদের দাবি মেনে না নিলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়া হবে।

[৫] বজলুর রশীদ ফিরোজ বলেন, পাটকলের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত। ৬৯ এর গণঅভ্যুত্থানে আদমজী পাটকলের হাজার-হাজার শ্রমিক রাস্তায় নেমে অভ্যুত্থান সফল করেছিলেন। এই কারণে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী আদমজী পাটকল বন্ধ করে দিয়েছিল। আর এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দাবিদার সরকার ২৫টি পাটকল বন্ধ করে দিচ্ছে। আসলে এরা সবাই লুটপাটের সরকার।

[৬] সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী জোনায়েদ সাকি, সিপিবির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির আকবর আলী খান, বাসদ মার্কসবাদী মানস নন্দীসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়