শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্রে করোনা মোকাবেলায় সহায়তায় কোটি টাকা প্রানোদনা

চৌধুরী হারুন: [২] নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও সংক্রমণ ঠেকাতে তত্পরতা ও প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে এই প্রানোদনার ব্যবস্থা করা হয়েছে। ৪ হাজার ৩০০টি পাড়াকেন্দ্রের প্রায় ১ কোটি টাকা প্রণোদনা দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এইসব উপহারভোগীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রণোদনার টাকা পৌঁছে গেছে।

[৩] সূত্রে আরো জানা গেছে, উন্নয়ন বোর্ড পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান’ প্রকল্পের অধীনে ৪ হাজার ৩০০টি পাড়াকেন্দ্র রয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৪ হাজার ৩০০ পাড়াকেন্দ্রের অধীনে বর্তমানে ৪ হাজার ২৪৩ জন পাড়াকর্মী ও ৪৩০ জন মাঠ সংগঠক রয়েছেন। একজন মাঠ সংগঠক ৮-১০টি পাড়াকেন্দ্রের তত্ত্বাবধান করেন। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর থেকেই তিন জেলার ৪ হাজার ৩০০টি পাড়াকেন্দ্রে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এর মধ্যেও পাড়াকর্মী ও মাঠ সংগঠকরা পার্বত্য চট্টগ্রাম এলাকায় করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীকে বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, করোনাকালে প্রসূতি মা ও শিশু-কিশোরীদের শরীরের যত্ন নেয়া, প্রান্তিক এলাকার শিশুরা যেন অপুষ্টিতে না ভোগে সেজন্য পুষ্টিকর বিস্কুট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাড়াকর্মী ও মাঠ সংগঠকদের কাজের গতি আরো ত্বরান্বিত করতে ও স্বীকৃতিস্বরূপ প্রণোদনা দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

[৪] পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, করোনার এ সংকটকালেও পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই পুলিশ-প্রশাসনের তত্পরতার বাইরে একমাত্র পাড়াকেন্দ্রের কর্মীরাই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। করোনাকালীন পার্বত্য চট্টগ্রামে টেকসই সামাজিক সেবা প্রকল্পের অধীনে পাড়াকেন্দ্রের শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও স্বাস্থ্য সচেতনতা, পুষ্টিকর খাবার বিতরণসহ নানামুখী সহায়ক ভূমিকা পালন করছে পাড়াকেন্দ্রগুলো। তাই কাজের স্বীকৃতি বা পাড়াকর্মীদের উৎসাহ দিতে এ বিশেষ প্রণোদনা ভাতা দেয়া হয়েছে ।

[৫] পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক জানে আলম বলেন, করোনার সময়েও আমাদের পাড়াকর্মীরা ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেছেন।

[৬] আমরা তাদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রথম থেকেই পর্যাপ্ত সুরক্ষা উপকরণ দিয়েছি। এছাড়া এ সময়টায় পাড়াকর্মী ও মাঠ সংগঠক নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় খাদ্যসহায়তা কাজে সংযুক্ত রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়