শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় মহাদেব নদীর তীরে হুমকির মুখে স্থানীয়রা, নদীর গর্ভে বিলীন ১০টি বাড়ি

মো. রিপন : [২] নেত্রকোনার কলমাকান্দায় হুমকির মধ্যে রয়েছে আরো বেশ কয়েকটি দোকান, প্রায় অর্ধশত বাড়ি এবং শঙ্কায় রয়েছে সীমান্তে বিজিবির একটি বর্ডার অবজারবেশন পোষ্ট (বিওপি)।

[৩] গত কয়েক দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার রংছাাতি ইউনিয়নের মহাদেও নদীর বরুয়াকোণা বাজারের দোকান নদী ভাঙনে মাটি ধসে নদীতে চলে গেছে । রয়েছে বেশ কয়েকটি দোকান হুমকির মধ্যে। নতুন করে পাহাড়ি ঢল দেখা দিলে প্রায় অর্ধশতাধিক পরিবার রয়েছে নদী ভাঙনের হুমকিতে।

[৪] স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর থেকে এ পর্যন্ত পাহাড়িয়া মহাদেও নদীর তীরবর্তী চিকুনটুপ, পেঁচামারি, মৌতলাসহ বরুয়াকোণা বাজারের প্রায় শতাধিক ঘর-বাড়িসহ দোকান বিলীন হয়ে গেছে। এ যেন দেখার কেউ নেই! উপজেলা প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের কোনো কার্যকর পদক্ষেপ দেখা মেলেনি।

[৫] রংছাতি ইউপির চেয়ারম্যান তাহেরা খাতুন জানান, মহাদেও নদীর ভাঙনে ধসে পড়া দোকান’সহ ১০টি ঘর নদী গর্ভে চলে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তীরবর্তী অর্ধশতাধিকের উপর বাড়ি-ঘর, বরুয়কোণা বাজার ও শঙ্কায় থাকা বিজিবি’র বিওপি রক্ষার্থে স্থানীয় সাংসদ, প্রশাসনসহ সংশ্লিষ্টরা দ্র্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়