শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সস্ত্রীক কোভিডে আক্রান্ত তেঁতুলিয়া মডেল থানার ওসি

পঞ্চগড় প্রতিনিধি: [২] জেলায় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার স্ত্রীসহ ৪ জনের শরীরে করোনাভা্রাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন সদর উপজেলার ও দুইজন তেঁতুলিয়া উপজেলার। এদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। বুধবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

[৩] তেঁতুলিয়া উপজেলার আক্রান্তরা হলেন- তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (৪৮) ও তার স্ত্রী (৪০)। তারা বর্তমানে তেঁতুলিয়া মডেল থানার কোয়ার্টারে অবস্থান করছেন। তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম।

[৪] জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, সদর উপজেলার আক্রান্ত ২ জনের বাড়ি পৌর এলাকার পুরাতন ক্যাম্প ও কামাতপাড়া এলাকায়। আক্রান্তরা ২ জনই পুরুষ। তাদের বয়স ২৭ বছর ও ৪৮ বছর। আক্রান্ত পুরাতন ক্যাম্প এলাকার ব্যাক্তি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার। তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

[৫] তিনি সম্প্রতি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যোগদান করলে পঞ্চগড় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৪ দিনের ডিউটিতে ছিলেন। কামাত পাড়া এলাকার ব্যক্তি একজন দর্জি। আক্রান্ত দুইজনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা।

[৬] গত ২৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১ জুলাই তাদের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন এবং বর্তমানে তাদের তেমন কোনো শারীরিক সমস্যা না থাকায় সুস্থ আছে বলে জানা গেছে।

[৭] সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ২১৪৮ জনের নমুনা সংগ্রহ করার পর ২১০৮ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১৪৬ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১৪৬ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৬ জন, সদরে ৫৭ জন, আটোয়ারীতে ১০ জন, বোদায় ১৪ জন এবং দেবীগঞ্জে ৪৯ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় ১২০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

[৮] এদিকে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সদর উপজেলায় মৌলভীপাড়ায় ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা, বোদা উপজেলার সাকোয়ায় ৬৬ বছর বয়সী এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ।

[৯] অন্যদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদরে উপজেলার জগদলে ৫৫ বছর বয়সী এক দোকানদার ও রাজনগড়ে ২২ বছর বয়সী এক যুবক,বোদা উপজেলার ধনিপাড়ায় ১৬ বছর বয়সী এক কিশোর ও দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়