শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় কোভিড-১৯ আক্রান্ত তিন হাজার ছাড়লো

বগুড়া প্রতিনিধি: [২] গত ২৪ঘন্টায় নতুন করে আরও ৭৩জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ১জুলাই আসা ৪৬৩টি নমুনার ফলাফল ৭৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্ত তিন হাজার ৫২জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সরকারি ও বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৪৬৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৭৩টি নমুনায় ১৭জনের পজিটিভ এসেছে। আর বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১২৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৬৪টি এবং ঢাকা থেকে পাওয়া ১৬৪ নমুনার ফলাফলে ২২জনের পজিটিভ এসেছে।

[৪] নতুন করে আক্রান্ত ৭৩ জনের মধ্যে ৪৫জন পুরুষ, ২৫নারী , তিনজন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১২জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ১২জন এবং ৭০ বছরের উপরে তিনজন রয়েছেন।

[৫] বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, ঢাকা, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে ৭৩জনের মধ্যে সদরে ৩৯ জন। এছাড়া দুপচাঁচিয়ায় ১৪জন, সারিয়াকান্দিতে পাঁচজন, শিবগঞ্জে তিনজন, কাহালুতে তিনজন, ধুনটে তিনজন, শেরপুরে দুইজন, শাজাহানপুরে একজন, গাবতলীতে একজন, আদমদীঘি একজন এবং সোনতলায় একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একজনের মৃত্যু হওয়ায় এ জেলায় মৃত্যু হয়েছে ৫৩জন। সুস্থ হয়েছেন আরও ১৩৩জন। মোট সুস্থ হয়েছে ৮০২জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়