শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে মৃত্যুহীন দ্বিতীয় দিন, নতুন শনাক্ত ২১

দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। কোনও জেলায় আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও আবার আগেরদিন কম থাকা জেলায় পরদিন বাড়ছে। বুধবার (১ জুলাই) দেশের টি জেলার করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তবে এরমধ্যে আশা জুগিয়েছে নারায়ণগঞ্জ, জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টানা দুইদিন করোনায় মৃত্যুমুক্ত থাকতে পেরেছে এ জেলা।

নারায়ণগঞ্জে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৬৯ জনে। তবে মঙ্গলবারের মতো বুধবার পাওয়া তথ্যতেও গত ২৪ ঘণ্টায়ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। এ জেলায় করোনাভাইরাসে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৬১২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৫শ’ ৭৪ জন। বুধবার জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২৪ জন, সদর উপজেলায় ১২১২ জন, বন্দর উপজেলায় ১৮১ জন, আড়াইহাজারে ৪৮৩ জন, সোনারগাঁয়ে ৪৫৩ জন ও রূপগঞ্জে ১০১৬ জন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন, সদর উপজেলায় ২২ জন, বন্দর উপজেলায় ৩ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সোনারগাঁয় উপজেলায় ১৪ জন ও আড়াইহাজার উপজেলায় ৪ জন।

জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫৭৪ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৫ জন, সদরে ৯৯২ জন, বন্দরে ১১৭ জন, আড়াইহাজারে ৩৬৫ জন, সোনারগাঁও ৩১৫ জন ও রূপগঞ্জে ৫৪০ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৩ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২৫ হাজার ৫৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়