শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগাম জামিনের সুযোগ না থাকায় পালিয়ে বেড়াচ্ছে অনেক আসামি

নূর মোহাম্মদ : [২] করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভার্চুয়াল কোর্ট চালু করেছে সরকার। তবে কারাগারে থাকা হাজতিদের জন্য সুযোগ থাকলেও অাগাম জামিনের ব্যবস্থা রাখা হয়নি। হাইকোর্ট বা নিম্ন অাদালতে আত্মসমর্পণ করে জামিনের সুযোগ না থাকায় করোনার মধ্যেও পালিয়ে বেড়াচ্ছেন অনেক আসামি।

[৩] অনেকে মিথ্যা মামলায় আসামি হয়েও পুলিশি হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার অনেকে পুলিশকে ম্যানেজ করে থাকছেন এমন অভিযোগও উঠছে। তবে রিমান্ডের পর দেওয়ানী আদালতে মামলা করার সুযোগ দেয়ায় এবার আগাম জামিনের বিষয়ে নির্দেশনা চান আইনজীবীরা।

[৪] সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, ভার্চুয়াল কোর্টে আগাম জামিন আসতে কোন সমস্যা নেই। অবশ্যই আসা উচিৎ। মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেটা খর্ব করা যাবেনা।

[৫] তিনি বলেন, হাইকোর্টের নিয়মিত রিট ও ক্রিমিনাল বেঞ্চগুলো ভার্চুয়ালি চলতে পারে। অনেকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রিট করতে চাইলেও তা পারছেনা। তাই আরো বেঞ্চ গঠনের দিকে জোর দেন এই অাইনজীবী।

[৬] সুপ্রিম কোর্টের অাইনজীবী সগীর হোসেন লিয়ন বলেন, আগাম এবং আত্মসমর্পন করে জামিনের ব্যবস্থা থাকা উচিৎ। এটি না থাকায় বর্তমানে পুলিশ বাণিজ্য করছে। এছাড়া ভারতের উদাহারণ টেনে আপিল বিভাগও ভার্চুয়ালি চালু করার দাবি জানান তিনি।

[৭] ফরিদপুর জজকোর্টের আইনজীবী মোসাদ্দেক আহমদ বশির বলেন, ন্যায় বিচার পাওয়া প্রত্যেকের অধিকার। আদালতে রিমান্ড শুনানি হলে আত্মসমর্পণ বা আগাম জামিন বিষয়ে শুনানি হতে অসুবিধা কোথায়? স্বাস্থ্য বিধি মেনে অতি দ্রুত আসামির আত্মসমর্পণ ও আগাম জামিন বিষয়ে শুনানির বিধান করে প্রজ্ঞাপন জারির দাবি করেন তিনি।

[৮] ঢাকা জজ কোর্টের অাইনজীবী খাদেমুল ইসলাম বলেন, আগাম জামিন বন্ধ রাখার সুযোগ নেই। এটি সাংবিধানিক অধিকার। তাই দ্রুত অাত্মসমর্পন করে ও অাগাম জামিনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা চান এই আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়