শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়া নিয়ে আবারো আলোচনায় তুরস্ক-ইরান-রাশিয়া

ডেস্ক রিপোর্ট : [২] যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তুরস্ক, ইরান ও রাশিয়া। বুধবার যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এই তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দ এক ভিডিও বৈঠকে বসেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া বিষয়ক একটি ভিডিও কনফারেন্সে একথা জানান।

[৩] ভিডিও কনফারেন্স শেষে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা ১৪টি বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়। তিন দেশের প্রধানগণ গত সেপ্টেম্বরে আঙ্কারায় তাদের শেষ বৈঠকের পরের ঘটনাগুলো পর্যালোচনা করেন।

বিবৃতিতে বলা হয়, নেতৃবৃন্দ তাদের চুক্তির আলোকে ত্রিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে একমত পোষণ করেন।

[৪] অনুষ্ঠানের শুরুতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান বিশ্বাস করে সিরিয়া সমস্যার সমাধান রাজনৈতিক উপায়েই সম্ভব, সামরিকভাবে এই সমস্যার কোন সমাধান নেই।

তিনি বলেন, আমরা আন্তঃ সিরিয়া সংলাপকে স্বাগত জানাই একই সাথে দায়েশ, আল কায়দা ও অন্যান্য উগ্রবাদী গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ।

[৫] রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এর দ্বারা সিরিয়াকে "দমবন্ধ" করা হয়েছে।

এসময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার প্রতিবেশী দেশটিতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার আহ্বান জানান।

[৬] সিরিয়ায় ১০ বছর ধরে যুদ্ধ চলছে। এতে ৩৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইয়েনি শাফাক ও আরব নিউজ, নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়