শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে : জাস্ট দৈনন্দিন সুখ-দুঃখ হাসি ঠাট্টা শেয়ার করতে চাই

আনিস আলমগীর: ৩০ জুন ২০২০, world social media day.আমি এই নিয়ে একটা কলাম লিখব ভাবছি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার হালচাল, ব্যক্তির মতপ্রকাশের অধিকার বনাম আইনের বাড়াবাড়ি, আবার আইনের প্রয়োজনীয়তা-অপ্রেয়োজনীয়তা থাকবে সেখানে। কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও বলবো। অনেকে হয়তো জানেন, তারপরও বলে রাখিÑ আমি প্রতি মঙ্গলবার বাংলা ট্রিবিউন আর প্রতি বৃহস্পতিবার জাগো নিউজ২৪ এ নিয়মিত লিখে, বাকি কোথাও লিখলে সময়ের বাধ্যবাধকতা নেই। পারস্পরিক চাহিদা অনুসারে লিখি। কাকতালীয়ভাবে ফেসবুক মেমোরি ২ বছর আগে এই দিনে লেখা আমার একটি স্ট্যাটাস তুলে এনেছে। আরও বলে রাখছি যে, গত ১ জানুয়ারি ২০২০ থেকে আমি লিস্টের বন্ধু, বাইরের বন্ধুদের ব্যবধান কমিয়ে দিয়েছি, পাবলিক পোস্ট কমেন্ট অপশন ওপেন করে। এখন বিষয়টা সবার ক্ষেত্রেই যায়। (আমার এই ফেসবুকের ফ্রেন্ড লিস্টের সিংহভাগের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ভালোভাবে পরিচিত তারা। অপরিচিত ২-৪ জন নেই তাও না। কিন্তু এখন দেখছি বেশ কয়েকজনকে আমি চিনতে পারছি না। আমার কী বয়স বেড়েছে, ভুলোমন হয়েছে, নাকি তারা আমাকে ভুলে গেছেন। আপনি এমন একটা পোস্ট দিলেন না যাতে আমি লাইক-কমেন্ট করতে পারি বা আমার কোনও পোস্টই পছন্দ হল না আপনার প্রতিক্রিয়া দেওয়ার মতো- তাহলে আমাদের যুক্ত থাকার কি দরকার।

দ্বিতীয়ত, একাউন্টটা আমি ১০০ শতাংশ শুভাকাক্সক্ষী, আপনজন, সহনশীল বন্ধুদের জন্য রাখতে চাই। তাদের সঙ্গে অধিক মতবিনিময় করতে চাই। কোনও সিরিয়াস আলোচনা, দেশ জাতি উদ্ধারের ক্যাম্পেইন নয়। কারণ ফেসবুকে বিপ্লব বা ফেসবুক সেলিব্রিটি হওয়ার কোনও খায়েস আমার নেই। জাস্ট দৈনন্দিন সুখ-দুঃখ হাসি ঠাট্টা শেয়ার করতে চাই। সিরিয়াস ইস্যু আমি কলামে, টকশোতে বলতে আগ্রহী। পারলে দেখবেন, পড়বেন। চাইলে ইনবক্সে জানতে চাইতে পারেন। তাই উগ্র জাতীয়তাবাদী, উগ্র রাজনীতিবাদী, উগ্র ধর্মবাদী, উগ্র লিঙ্গবাদীসহ যাবতীয় অনুভূতিওয়ালারা, যাদের আমাকে চিনতে কষ্ট, নতুন করে চিনতে চান- তারা কেটে পড়লে খুশি হব। আজ থেকে কারও আজাইররা অনুভূতির তোয়াক্কার দায় আমি রাখতে চাই না। আপনি আমার অতি পরিচিত, ব্যক্তিগত বন্ধু হলেও সমস্যা নেই। ভার্চুয়াল বন্ধুতা না থাকলেও আমাদের বাস্তবের সম্পর্ক আমার তরফ থেকে থাকবে।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়