শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে আটক আসামির স্বীকারোক্তি: চোরের অপবাদ সইতে না পেরে শিশু হত্যা

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি:[২] জেলার শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশু লিমন হত্যার দায়ে ইউনুস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত
ইউনুস স্বীকার করেছে,চোরের অপবাদ সইতে না পেরে সে শিশুটিকে কুপিয়ে হত্যা করে।

[৩] গত মঙ্গলবার উপজেলার বিলাস ছড়া চা বাগানে লিমন গড় (৫) নামে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই বাগানের শিবু গড়’র ছেলে। বুধবার শ্রীমঙ্গল থানা পুলিশ আটককৃত ইউনুসকে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করলে, সে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয়।

[৪] ইউনুস আদালতকে জানায়, বেশ কিছু মাস আগে নিহত শিশুর পিতা অটো রিক্সার একটি ব্যাটারি চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউপি মেম্বার। কিন্তু সে টাকা দিতে পারেনি। এজন্য গ্রামের লোকজন তাকে প্রায়ই চোর বলে সম্মোধন করা হতো। এই অপমানেই সে মঙ্গলবার দুপুর ৩টার দিকে শিশুটিকে পাখি শিকার করার কথা বলে চা বাগানে নিয়ে যায়। এবং সেখানে দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে।

[৫] স্থানীয়রা জানান,ঘটনার দিন প্রতিদিনের মতো শিশুটি দুপুর ১টার দিকে ঘর থেকে খেলার জন্য বাহিরে বের হয়। ঘর থেকে বের হওয়ার পর থেকেই শিশুটিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চা বাগানের ভেতর ছড়ার পাশে ঝোপের মধ্যে শিশুটির অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

[৬] এ ঘটনা থানা পুলিশকে জানালে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে শিশুটির অর্ধ গলাকাটা লাশ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, আটককৃত ব্যক্তি এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকর করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চোরের অপবাদ সইতে না পেরে সে শিশুটির বাবার উপর রাগের বসবর্তি হয়ে শিশু লিমনকে চা দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। শিশুর লাশ উদ্ধার করার পর (বুধবার) ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়