শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্কারের মঞ্চে আমন্ত্রিত হৃত্বিক রোশন ও আলিয়া ভাট

মুসফিরাহ হাবীব: [২] ৮১৯ জন আমন্ত্রিতর নাম ঘোষণা করেছে আকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আর সেই তালিকায় নাম উঠে এসেছে বলিউড তারকা হৃত্বিক রোশন এবং আলিয়া ভাটের। এই আমন্ত্রণে সাড়া দিলে আগামী অস্কার প্রদান অনুষ্ঠানে তারা পাবেন ভোট দেওয়ার অধিকার।

[৩] সদস্যপদ গ্রহণ করলেই ৯৩ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভোট দেওয়ার সুযোগ মিলবে। ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে পরবর্তী অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। হৃত্বিক এবং আলিয়া ছাড়াও আরও কিছু জনপ্রিয় ব্যক্তিত্বর কাছে পৌঁছেছে আমন্ত্রণ। এদের ৭৫ জন অস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং প্রায় ১৫ জন অতীতে এ পুরস্কারের অধিকারীও। তাদের জন্যও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

[৪] মূলত, ২০১৬ সালে বিতর্কে জর্জরিত হয়েছিল অস্কার অনুষ্ঠান। অভিযোগ ওঠে অস্কারে বেশি প্রাধান্য পান শেতাঙ্গরা। শুরু হয় ‘#অস্কারসোহোয়াইট’ ক্যাম্পেন। তখনই সিদ্ধান্ত হয় ২০২০ সালের মধ্যে দ্বিগুণ করা হবে মহিলা এবং বিশ্বের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের উপস্থিতি।

[৫] প্রায় ৪৯ শতাংশ আন্তার্জাতিক আমন্ত্রিত এবং ৬৮ টি দেশ থেকে প্রতিনিধিকে শামিল করেছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।ভবিষ্যতে অ্যাকাডেমির লক্ষ্য নিজের মান বাড়ানো। ২০১৬ সালের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ সদস্যপদ বাড়িয়েছে অস্কার। এমনকী নারীর সংখ্যা ৪৫ শতাংশ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ ৩৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়