শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রমাগত ধ্বসের মুখে মোবাইল ব্যাংকিং

শরীফ শাওন : [২] পুর্ববর্তী মাসের তুলনায় এপ্রিলে লেনদেন কমেছে ২৭ শতাংশ। মার্চে কমেছে ফেব্রুয়ারির তুলনায় ৩.৭০ শতাংশ। কোভিড মহামারীতে রেমিট্যান্স ছাড়া সকল লেনদেনই কমেছে উল্লেখযোগ্য হারে। তবে বেড়েছে মোট ও সচল হিসাবের সংখ্যা।

[৩] বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া যায়। প্রতিবেদন মতে, এপ্রিলের শেষে মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা হয়েছে ৫১ লাখ ২৯ হাজার, যা মার্চে ছিল ২৫ লাখ ৭৬ হাজার। এক মাসে নতুন গ্রাহক বেড়েছে ৩.১ শতাংশ। সক্রিয় হিসেবের সংখ্যা এখন ২ কোটি ৮১ লাখ ৭০ হাজার, যা আগের মাসে ছিল ২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার। এই একমাসে বেড়েছে ৪.৯ শতাংশ।

[৪] প্রতিবেদন মতে, এপ্রিলে ২৯ হাজার ২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যেখানে মার্চে ছিল ৩৯ হাজার ৭৮৫ কোটি টাকা। একমাসে লেনদেন কমেছে ২৭ শতাংশ। মার্চে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৪ লাখ টাকা, যেখানে ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ২৮৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ দৈনিক লেনদেন কমেছে ২৪.৬ শতাংশ।

[৫] মোবাইল সেবাদান প্রতিষ্ঠানগুলোর দাবি, এসময় অফিস ও ব্যবসাসহ সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় মানুষের আয় কমেছে। সকল ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে, সঙ্গে কমেছে মোবাইল ব্যাংকিং লেনদেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়