শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমপ্রভাইসড বোমা বানানোর মত এক্সপার্ট এখন আর নাই : ডিএমপি কমিশনার

সুজন কৈরী ও শরীফ শাওন : [২] বুধবার সকালে গুলশানে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষ ধর্মীয় সাইটগুলোতে বেশি ভিজিট করছে। এই সুযোগে জঙ্গিরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। লোন উলফ বা একাকী হামলার জন্য তারা উদ্বুদ্ধ করছে। তবে জঙ্গিদের সব বিষয়ে আমরা সতর্ক আছি।

[৩] তিনি বলেন, হলি আর্টিসান হামলার পর আমরা একের পর এক জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছি। জঙ্গিদের সক্ষমতা যে পর্যায়ে ছিল সেটি এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। ইমপ্রভাইসড বোমা বানানোর মত এক্সপার্ট এখন আর নাই। তারা কেউ জেলে আছে বা বিভিন্ন অভিযানে নিহত হয়েছে।

[৪] ডিএমপি কমিশনার বলেন, এই পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, আমরা তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করি এবং সবারই সাজা হয়েছে। এরমধ্যে সাতজন আদালতে আপিল করেছে। তবে এখন আপিলের শুনানি শুরু হয়নি।

[৫] ডিএমপি কমিশনার আরও বলেন, হলি আর্টিসানের ঘটনার পরে বাংলাদেশ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানো হয়েছে। একইভাবে যারা জঙ্গিবাদে জড়িত তাদের সক্ষমতা সম্পর্কে আমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হয়েছিল।

[৫] এরআগে, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা ছিলেন। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন অনেক পুলিশ সদস্য। ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়