শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন, টেকনাফ : [২]কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ৩হাজার৫৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব১৫।

[৩] মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে হ্নীলা ইউপি জাদিমোড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৪] আটকরা হলেন- হ্নীলা ইউপি জাদিমোড়া রোহিঙ্গা ২৭নম্বর ক্যাম্পের ব্লক-এ,১৩ বাসিন্দা সোনামিয়ার ছেলে মাহমুদ আলম  (২০) ও একই ক্যাম্পের বাসিন্দা কবির আহম্মদের ছেলে আবুল হাশিম (১৯)।

[৫] মঙ্গলবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, হ্নীলা ইউপি জাদিমোড়া ফোরস্টার ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৩হাজার ৫৩৫পিছ ইয়াবা পাওয়া যায়।

[৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধার ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়