শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরিব মারার গণবিরোধী আমলাতান্ত্রিক বাজেট প্রত্যাহারের দাবি কমিউনিস্ট পার্টির

সমীরণ রায় : [২] মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেন, জাতীয় সংসদে পাস হওয়া শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থবিরোধী ও ধনীক শ্রেণির স্বার্থে গতানুগতিক এই বাজেট মেনে নেওয়া যায় না।

[৩] তিনি বলেন, আমরা চেয়েছিলাম মধ্যবিত্ত, মেহনতি গরিব মানুষকে বাঁচানো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে সরকার বাজেট প্রণয়ন করবে। কিন্তু সরকার তার বিপরীতটা করছে। খেলাপি ঋণ আদায়, অপ্রদর্শিত কালো টাকা আদায়, বিদেশে পাচার করা টাকা ফেরত আনা ও বাজেটের অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিলাসিতা প্রত্যাহার, করোনা বিপর্যয়কালে মেগা প্রজেক্ট পরিহার, সরকারি ক্রয়-হ্রাস ও দুর্নীতি বন্ধের আশা করলেও তা প্রতিফলন হয়নি।

[৪] তিনি আরও বলেন, করোনাকালে রাজস্ব ব্যয় কমিয়ে স্বাস্থ্যখাতে এক তৃতীয়াংশ খরচ করতে হবে। আমরা চেয়েছিলাম স্বাস্থ্যখাতে বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ ও স্থায়ীভাবে শ্রমজীবী মেহনতি মানুষের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা। সরকার জনগণের আকাঙ্খাকে পদদলিত করে ধনীক ও লুটেরা শ্রেণির স্বার্থে গতানুগতিক আমলা নির্ভর বাজেট দিয়েছেন। এবারের বাজেটে ঘাটতির পরিমাণ এক লাখ ৯০ হাজার কোটি টাকা যা জিডিপির ৬ শতাংশ।

[৫] এতে আরও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য সামছুল হক সরকার, দপ্তর সম্পাদক বিধান দাশ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়