শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে সংঘর্ষের পর টিকটক, উইচ্যাটসহ ৫৯টি চীনা এ্যাপস বন্ধ করলো ভারত

ইমরুল শাহেদ : [২] ভারতের সাইবারস্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির ১২০ মিলিয়ন লোক টিকটক ব্যবহারকারী ভিডিও শেয়ার করে, যা চীনা এ্যাপসের একটা আন্তর্জাতিক বাজার তৈরি করছে। সোমবার এই নিষিদ্ধের কথা ঘোষণা করে সরকার। সাউথ চায়না মর্নিং পোস্ট

[৩] জুনের মাঝামাঝি সময়ে চীনা সেনাদের সঙ্গে হাতাহাতি যুদ্ধে ভারতের ২০ জন সেনা নিহত হওয়ার পর দেশটি এই সিদ্ধান্ত নেয়।

[৪] তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ্যাপসগুলো ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের অনিষ্টকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।’

[৫] বিবৃতিতে বলা হয়, ব্যবহারকারীদের গোপনীয়তা এবং তথ্য-উপাত্ত চুরি হওয়া নিয়ে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে জমা হওয়ার পর সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সরকারের এই ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট বলা হয়নি।

[৬] কিছু কিছু এ্যাপস ভারতে দারুণভাবে জনপ্রিয়। এর মধ্যে রয়েছে টিকটক ও হ্যালোর বাইটডান্স, ফাইল শেয়ারিং এ্যপস - শেয়ারইট এবং আলীবাবার ইউসি ব্রাউসার এবং ইউসি নিউজ। এই সবগুলো সমবেতভাবে ব্যবহার করে প্রায় অর্ধমিলিয়ন মানুষ।

[৭] টিকটকের ভারতীয় প্রধান মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ফার্মটি ভারতের টিকটক ব্যবহারকারীদের কোনো তথ্য কোনো বিদেশি সরকারের কাছে পাচার করেনি। চীন সরকারের কাছে তো নয়ই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়