শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই খেলোয়াড় অদল বদল, বার্সায় পিয়ানিচ, জুভেন্টাসে আর্থুর

স্পোর্টস ডেস্ক: [২] এটা কোনো মৌসুমের দলবদল নয়, শুধুই দুই ক্লাবের মধ্যে মধ্যে দুই ফুটবলারের অদল-বদল চুক্তিতে জুভেন্টাস থেকে বার্সেলোনায় গেছেন মিরালেম পিয়ানিচ, এবং বার্সেলোনা ছেড়ে আর্থুর মেলো নাম লিখিয়েছেন জুভেন্টাসে।

[৩] সোমবার তাদের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। ইতালি ও স্পেনের শীর্ষ দুই ক্লাব নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে। চুক্তিতে বার্সেলোনা লাভ করেছে ১২ মিলিয়ন ইউরো। সেটা কিভাবে? বার্সেলোনা আর্থুরকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে ৭২ মিলিয়ন ইউরোতে। পিয়ানিচকে নিজেদের ডেরায় আনতে তাদের খরচ করতে হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।- রাইজিংবিডি

[৪] চার বছরের চুক্তিতে বার্সেলোনায় গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ পিয়ানিচ। মেসির সতীর্থ আর্থুরকে জুভেন্টাস দলে নিয়েছে দুই বছরের জন্য। চলতি মৌসুম শেষ হওয়ার পর দুই ফুটবলার যোগ দেবেন নতুন ক্লাবে। এর আগে নিজ নিজ ক্লাবের হয়ে খেলে যাবেন তারা।

[৫] পিয়ানিচের গোল করা ও অ্যাসিস্টের দক্ষতা বার্সেলোনাকে মুগ্ধ করেছে। আর্থুরের থেকে কমপ্লিট খেলোয়াড় পিয়ানিচ। আর্থুর ২০১৮ সালে ক্যাম্প ন্যুয়ে যোগ দেওয়ার পর ১৬ গোল করেছেন। চলতি মৌসুমে কোনো গোলই করেননি। অন্যদিকে জুভেন্টাসের অধিনায়ক পিয়ানিচ দলের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি নিয়মিত গোল করে আসছেন। - মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়