শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পহেলা আগস্ট থেকে মাঠে ফিরছে ইংলিশ কাউন্টি ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : [২] এপ্রিল থেকে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও করেনাভাইরাসের জেরে মার্চ মাস থেকে সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকায় শুরু হয়নি ইংলিশ কাউন্টি ক্রিকেটও। করোনার পরিস্থিতি উন্নতি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সূচির পর ঘরোয়া মৌসুম ইংলিশ কাউন্টি ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ইসিবি।

[৩] আগস্টের ১ তারিখ থেকে আবারও ছেলেদের ইংলিশ কাউন্টি ক্রিকেট মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি। সেই সাথে মেয়েদের ঘরোয়া মৌসুম শুরু করার ব্যাপারেও আলোচনা চলছে, তবে সেটি কবে নাগাদ শুরু হবে তা জানায়নি বোর্ড। জুলাইয়ের শুরুতে প্রথম শ্রেণির ১৮ টি ক্লাবকে নিয়ে আলোচনা করে খেলাটি কোন ফরম্যাটে হবে তা ঠিক করবে এবং সূচি প্রকাশ করবে ইসিবি।

[৪] সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন।

[৫] লাল বল ও সাদা বলের ক্রিকেট নিয়ে পরিকল্পিত মৌসুমের জন্য ১ জুলাই বা তার আগে থেকেই অনুশীলন শুরু হতে পারে-এটা জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘আমাদের এই খেলাটির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। কাউন্টি দলগুলোর সাথে বসে এর সূচি প্রকাশ করা হবে। এটি নিয়ে ১৮ টি প্রথম-শ্রেণির কাউন্টি ক্লাব, পেশাদার ক্রিকেটার সমিতি ও ইসিবির মধ্যে ব্যাপক আলোচনা চলছে।’

[৬] সরকারি নির্দেশিকা মেনে আমাদের পরিকল্পনা এবং প্রস্তুতির আকার অব্যাহত রাখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়