আব্দুল্লাহ মামুন : [২] নিরাপত্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে ঈদে ঘরে ফেরা ও হাট বসাতে হবে এম সাখাওয়াত হোসেন।
[৩] নিরাপত্তা বিশ্লেষক মে. জে. (অব.) আবদুর রশিদ বলেন, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মানতেই হবে সকলকে। এটা আমাদের কর্তব্য। স্বাস্থ্যবিধি না মানলে আমাদেরই ক্ষতি হবে। সংক্রমণ যেভাবে বাড়ছে, নিজের জীবনের নিরাপত্তার কথা সকলকে আগে ভাবতে হবে। ঈদে ঘরে ফেরা ও কোরবানির হাটেও যে স্বাস্থ্যবিধি মানতে হবে, মানুষ এখনো তা উপলব্ধি করতে পারছে না।
[৪] তিনি আরও বলেন, হাটের সঙ্গে গ্রামীণ অর্থনীতির সম্পৃক্ততা আছে। কোভিড- ১৯ এর কারণে দারিদ্রতা বাড়ছে, এমন পরিস্থিতিতে কোরবানির হাট না বসলে মানুষ বড় রকমের বিপদের সম্মুখীন হবে।
[৫] নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন বলেন, সরাকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, কোরবানির গরুর হাট বসবে, কী বসবে না। যদি হাট বসে, তাহলে কীভাবে সেই কর্মযজ্ঞ পরিচালিত হবে তা নির্ধারণ করতে হবে খুব দ্রুতই।