শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়াদ শেষ হলেও শুরু হয়নি ব্রহ্মপুত্র নদের বাঁধ নির্মাণ কাজ, গৃহহীন শতাধিক পরিবার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: [২] চুক্তি অনুযায়ী কাজের মেয়াদ ছিল ২০২০ সালের ২৫ জুন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলা ও খামখেয়ালিপনায় এখনও কাজ শুরু না হওয়ায় ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গনে নদের গর্ভে বিলীন হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম। এতে গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার সাহেবেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কার্যাদেশ পেয়েও কাজ শুরু না করায় ইতমধ্যে কাজের মেয়াদ শেষ হয় এ মাসের ২৫ জুন। ফলে নদের পানি বাড়ার সাথে সাথে বিলীন হচ্ছে সাহেবেরচর গ্রামের বসত ভিটা,বাড়ি-ঘর ও উর্বর চার ফসলী জমি। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পেয়ে গত রোববার (২৮জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করে জরুরি প্রতিকার চেয়েছেন।

[৪] সরেজমিনে তথ্য সংগ্রহকালে নদীপাড়ে কথা হয় সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মেম্বার লিটন মিয়া, সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো:রফিকুল ইসলামসহ অনেকের সাথে, তারা জানান, ব্রহ্মপুত্র নদের বাম দিকের অংশ ভাঙনের কারণে গ্রামের তিন কিলোমিটার একাধিক বার ভাঙনে অনেকেই বাপ-দাদার পৈত্রৃক সম্পতি হারিয়ে অন্যের জমিতে কাজ করছে। ইতি মধ্যে সাহেবের চর গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি দু’বার ভাঙনের কবলে নদের গর্ভে বিহীন হয়ে গেছে। প্রায় ৩০ বছরের ভাংগনের কারণে নদের গর্ভে বিলীন হয়ে অনেক পরিবার আজ নি:স্ব । এ গ্রামের রতন মিয়া, মঞ্জিল মিয়া, আ:করিম রাস্তার উপর বাড়ি তৈরি করে বসবাস করে অন্যের জমিতে কাজ করছেন। এছাড়াও অনেকেই এ অ ল ছেড়ে নদের ওপাড়ে গিয়ে পাড়ি জমিয়েছেন নুর ইসলাম, আবুল কালাম হাদীসহ অনেকেই। ভাংগনের কারণে গ্রামটি অনেকটাই ছোট হয়ে আসছে। নদের ভাঙনের কবল থেকে গ্রামবাসীকে ও চার ফসলী উর্বর জমি রক্ষা করতে প্রয়াত এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ডিও লেটারের প্রেক্ষিতে সাহেবের চর গ্রামের পশ্চিম দিকের হাজিবাড়ি থেকে পূর্ব দিকের অংশ ও ভাটিপাড়া পর্যন্ত ২ হাজার ৪০০ মিটার ৫০ কোটি টাকা ব্যয়ে প্রতিরক্ষা বাঁধের অনুমোদন হয় বিগত বছর। এত দিনে নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বিগত বছর ৬৮০ মিটার বাদ দিয়ে দরপত্র আহ্বান হলেও সে কাজ শেষ করার কথা ছিল এ বছরের ২৫ জুন মধ্যে। যা এখনও শুরুই হয়নি। ফলে এ গ্রামটি বর্তমানে হুমকির মুখে পড়েছে।

[৫] হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এএসএম জাহিদুর রহমান জানান, তিনি এ উপজেলায় সদ্য যোগদান করেছেন। যোগদান করেই তিনি এলাকাটি পরিদর্শন করেছেন এবং যাতে খুব তাড়াতাড়ি প্রতিরক্ষা বাধঁ নির্মাণ করা যায় সেজন্য উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জানান, তিনিও এলাকাটি পরিদর্শন করে ভাঙ্গন কবলিতদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

[৬] পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, প্রকল্পটি আমাদের নজরদারিতে রয়েছে, যেহেতু এটি একটি প্যাকেজের আওতায় রয়েছে,যে জন্য প্রকল্পের সার্বিক দিক বিবেচনায় ১৫ সদস্যের স্টেয়ারিং কমিটির মিটিং শেষে দ্রততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়