শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজবাড়ীতে প্রবাসী পিতার ঋণের চাপে কলেজ ছাত্রের আত্মহত্যা

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] সোমবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার নানা বাড়ীতে গাছের সাথে গলায় রশি লাগিয়ে ঝুলে আত্মহত্যা করে । মৃত অসীম শেখের পিতার নাম গফুর শেখ (৪৫)। তিনি সৌদি প্রবাসী। অসীম শেখ মানিকগঞ্জের কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

[৩] জানা গেছে, অসীমের সৌদি প্রবাসী পিতা গফুর শেখ তার এক ভাইয়ের কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছে। ওই ঋণের টাকার জন্য অসীমের চাচা তাদেরকে চাপ দিচ্ছিল। এর পাশাপাশি গফুর শেখের প্রবাসে দ্বিতীয় বিয়ে করা নিয়েও পারিবারিক টানাপোড়োন চলে আসছে।

[৪] অসীম শেখের নানা ছাত্তার ফকীর বলেন, বেশ কিছুদিন ধরে তার মেয়ে ও জামাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলে আসছে। জামাই ঠিকমতো বাড়ীতে টাকা-পয়সা পাঠায় না। এছাড়াও সে দেশ থেকে ঋণ ও ধার করে নেয়া টাকা দিতেও টালবাহানা করে আসছে। স্ত্রী-সন্তানদেরও কোনো খবর নেয় না। এসব কারণেই তার নাতি অসীম আত্মহত্যা করে থাকতে পারে।

[৫] গোয়লন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত ) আব্দুলাহ্ আল তায়াবীর বলেন, ‘বাবা দেনার টাকা পরিশোধ করছে না, মায়ের সাথে সম্পর্কের অবনতি, প্রবাসে আবার দ্বিতীয় বিয়ে করেছে’-এ সকল পারিবারিক অশান্তির কারণে ছেলেটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে নিহতের মা পলি আক্তার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়