শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দর্শকশূন্য মাঠে খেলতে মনোবিদের দ্বারস্থ ব্রড

স্পোর্টস ডেস্ক: [২] করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও সহসায় মাঠে ফেরা হচ্ছে না দর্শকদের। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[৩] ইংল্যান্ডের পেস বিভাগের অন্যতম কান্ডারী স্টুয়ার্ট ব্রড। টেস্ট ইতিহাসের চতুর্থ সফলতম পেসার (৪৮৫ উইকেট) ব্রড জানিয়েছেন, দর্শকশূন্য মাঠের চ্যালেঞ্জের জন্য তিনি আলাদা করে প্রস্তুতি নিচ্ছেন। কাজ করছেন দলের মনোবিদ ডেভিড ইয়ংয়ের সাথে।

[৪] ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, ‘আমাকে অ্যাশেজের কোনো ম্যাচ খেলতে বলুন আর কোনো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ, আমি জানি কোন ম্যাচে বেশি ভালো পারফর্ম করব। তাই টেস্ট ম্যাচের জন্য যে মানসিকতা থাকা উচিত, তা নিশ্চিত করতে হবে আমাকে এবং জুনের শুরুতে থেকেই এটি নিয়ে কাজ করছি।”

[৫] ৮ জুলাই (বুধবার) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হলেও তার আগে নিজেদের ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। প্রস্তুতি ম্যাচে স্কিলের ঝালাই নিয়ে যতটা ভাবছেন তিনি, তার থেকেও বেশি ভাবছেন মানসিক প্রস্তুতির ব্যাপারে।

[৬] তিনি বলেন, ‘এমন একটি মানসিকতা আমার গড়ে তুলতে হবে, যেন মনে না হয় যে ‘কিছুই হচ্ছে না এখানে, কাউকে দেখতে পাচ্ছি না।’ আমার মস্তিষ্ককে টেস্ট ম্যাচের আবহে নিয়ে আসতে হবে। এটা বলছি না যে এখনই তা পুরোপুরি হয়ে গেছে, এখনও অনুশীলনে এটা নিয়ে কাজ করছি। তবে অনুশীলনের সময় তো এমনিতেও দর্শক থাকে না, এভাবেই সবসময় অনুশীলন করে আসছি।’

[৭] দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্ভেজাল আনন্দটা খুঁজে পেতে মায়ের কাছ থেকে দারুণ এক পরামর্শ পেয়েছেন ব্রড। তিনি বলেন, ‘এখানে আসার আগে মা আমাকে বলেছেন, ‘১২ বছর বয়সে ফিরে যাও, যখন যে কোনো জায়গায় ক্রিকেট খেলতে চাইতে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়