শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহস থাকলে চীনের নাম করে হুমকি দিন মোদিজি, ফাঁকা আওয়াজ দেবেন না: অধীর রঞ্জন

জেরিন আহমেদ : [২] গতকাল (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি চীন ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদিজি, অন্তত একবারের জন্য ‘মন কী বাত (মনের কথা) অনুষ্ঠানের বদলে আপনি ‘লাদাখ কী বাত’(লাদাখের কথা) বলুন। চীন ভারতের মাটিতে অনুপ্রবেশ করার পরে জায়গা দখল করলেও আপনার কোনও বক্তব্যে তাদের নাম নিয়ে কিছু বললেন না কেন? এই পরিস্থিতির মধ্যেও কেন চীন সম্পর্কে চুপ রয়েছেন আপনি?’ভিক্ষা না চেয়ে চীনকে তাড়িয়ে জমি ফেরত নিন। এই সময়, পার্স টুডে

[৩] এর আগে রোববার রেডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানে চীনের নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাঁরা কঠোর জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, তেমনি চোখে চোখ রেখে যোগ্য জবাব দিতে জানে।’

[৪] এদিকে, কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক মনু সিংভি এমপি প্রধানমন্ত্রী কেয়ার্স ফাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, ‘চীনের বিভিন্ন কোম্পানির থেকে ৯ হাজার ৬৭৮ কোটি টাকা পেয়েছে পিএম কেয়ার্স তহবিল। একদিকে চীন ভারতের ভূখণ্ড দখল করছে, আর অন্যদিকে চীনা কোম্পানির থেকেই অনুদান নেওয়া হচ্ছে কেন?’

[৫] অন্যদিকে, আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের জিজ্ঞাসা, যদি চীনের নাম মুখে আনতেই বাধে, তাহলে ‘যোগ্য জবাব’ দেওয়ার দাবির বিশ্বাসযোগ্যতা কতখানি? রেডিওতে ‘মনের কথা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে চীনের নাম না শুনে তারা কিছুটা অবাকই হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়