শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাড়ির কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুজন কৈরী : [২] ওই কর্মচারীর নাম মোস্তাফিজুর। রোববার সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের বাড়িতে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

[৩] ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। মোস্তাফিজুরের বাড়ি ময়মনসিংয়ের ত্রিশালে। তার স্ত্রী-সন্তান সেখানেই থাকেন।

[৪] ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, প্রায় দেড় বছর ধরে ওই বাড়িতে কাজ করছিলেন মোস্তফিজুর। তিনি বাজার করার কাজ করতেন। ওই বাড়িতে মোস্তাফিজুরের শ্যালক রাসেলেও কাজ করেন। বাড়ির নিচতলায় তারা পাশপাশি রুমে থাকেন। শনিবার রাতে শ্যালককে বলেন যে, ‘আমার ভাল লাগছে না, বুকটা ধরপর করতেছে। শরীরটা খুব খারাপ লাগতেছে। যদি বিষ থাকতো, তাহলে তা খেয়ে মারা যেতাম’। শ্যালক ওষুধ খেয়ে মোস্তাফিজুরকে ঘুমিয়ে যেতে বলেন। এরপর রোববার সকাল ১০টার দিকে না ওঠায় মোস্তাফিজুরের রুমের দরজায় ধাক্কাধাক্কি করা হলেও কোনো সারাশব্দ না পেয়ে বাড়ির পেছনের দিক দিয়ে গিয়ে রুমের জানালা দিয়ে গলায় রশি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মোস্তাফিজুরকে ঝুলতে দেখেন। পরে মালিকদের জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

[৫] ওসি আরও জানান, মোস্তাফিজুরের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে দরিদ্রতাকে দায়ী করে লেখা রয়েছে মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মরদেহ বাবার কবরের পাশে দাফনের কথা উল্লেখসহ শাহ আলম এবং তার পরিবারের সদস্যদের প্রশংসা করে বলেছে, তারা গরীবের জন্য কাজ করেন। চিরকুটটি মোস্তাফিজুরের হাতের লেখা কি না, তা যাচাই করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়