শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি

শরীফা খাতুন শিউলী, প্রতিনিধি: [২] আম্পানে বিধ্বস্ত কয়রা উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন দুর্গত এলাকার মানুষেরা। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসকের নিকট আবেদনপত্রটি হস্তান্তর করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।

[৩] আবেদনপত্রে উল্লেখ করা হয়, সুপার সাইক্লোন আম্পানে কয়রা উপজেলার ১২১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ২১ টি স্থান ভেঙ্গে উপজেলার ৬৮ টি গ্রামের ৫১ হাজার ঘরবাড়ি, ৫ হাজার হেক্টর জমির ফসল, ১৫ হাজার গবাদি পশু এবং ৫ হাজার মৎস্য ঘেরসহ উপজেলার ১ লাখ ৮২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ১ হাজার ৮৮৩ জন অন্তঃসত্ত্বা নারী এবং ২০ হাজার শিশুসহ হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে রাস্তায় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এজন্য আম্পানের আঘাতে গৃহহীন হওয়া পরিবারগুলোর দ্রুত পূণর্বাসনের ব্যবস্থা, যথেষ্ট খাদ্য সহায়তা এবং সুপেয় পানির সরবারহ নিশ্চিত করা আশু প্রয়োজন।

[৪] এমতাবস্থায়, বৃহত্তর খুলনার উন্নয়নে মাস্টারপ্ল্যানের অংশবিশেষ কয়রা উপজেলায় প্রশস্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানানো হয়। আবেদনে ৫ দফা সুপারিশের মধ্যে রয়েছে, সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম এর সম্প্রসারণের লক্ষ্যে খুলনার পীর খানজাহান আলী ব্রিজ সংলগ্ন ছাচিবুনিয়া থেকে বটিয়াঘাটা ও সোলাদানা হয়ে পাইকগাছা পর্যন্ত সড়কটি মহাসড়কে উন্নীত করা, কয়রা উপজেলার আংটিহারার সাথে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ও মালদ্বীপ পর্যন্ত বর্ধিত করা, আংটিহারাতে একটি ডকইয়ার্ড নির্মাণ করা, বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর এবং দ্বিতীয় বৃহত্তম উপজেলা কয়রাকে একটি মাস্টার প্ল্যানের আওতায় এনে প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ কমপক্ষে ৪০-৪৫ ফুট প্রশস্ত করা, সুন্দরবন ও বঙ্গোপসাগর এর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের শিল্পায়ন করা, বেড়িবাঁধের ভেতরে তাল, নারিকেল এবং দেশিজাতের প্রচুর ফলের চাষ করতে ইউএনডিপির সহযোগিতায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে এ ধরনের সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ করা, কয়রা উপজেলায় ২১ টি স্লুইচ গেইট নির্মাণ ও সংস্কারপূর্বক বর্ষাকালের মিঠাপানির সংরক্ষণ এবং লবণাক্ত পানি প্রবেশ সীমিত করে কৃষির উৎপাদন বৃদ্ধি ও মিঠা পানির পানির চিংড়িসহ মাছ চাষে ব্যাপক সম্প্রসারণ করা। আবেদনে আরও উল্লেখ করা হয়, কাঁকড়া চাষের জন্য পানির পিএইচ প্রয়োজন হয় ২২ অথবা তদুর্ধ্ব। অর্থাৎ চিংড়ি চাষের চেয়ে প্রায় দ্বিগুণ বা তিনগুন লবণাক্ত পানির প্রয়োজন হয়।

পরিবেশের সুষ্ঠু সংরক্ষণের স্বার্থে বাঁধের অভ্যন্তরে কাঁকড়া চাষের আওতামুক্ত রাখার দাবি জানানো হয়। আবেদনপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, একই বিশ্ববিদ্যালয়ের মহিব্বুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম আকাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়