শরীফ শাওন : [২] নারায়ণগঞ্জে সংগঠনটির সদস্য পোশাক কারখানা রয়েছে ১৯৮টি। বিজিএমইএ জানায়, এরইমধ্যে ৯৮ শতাংশ কারখানা পোশাক শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করেছে।
[৩] সংগঠনটির দাবি, ঢাকা মেট্রোপলিটনে ৩৩৩টি কারখানার মধ্যে বেতন পরিশোধ করেছে ৩২৩টি। গাজীপুরে ৭১৩টির মধ্যে ৭০২টি, সাভার-আশুলিয়ার ৪১২টির মধ্যে ৪০৬টি, চট্টগ্রামের ২৫২টির মধ্যে ২৪০টি ও প্রত্যন্ত অঞ্চলের ১৮টির মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে ১৭টি।
[৪] বিজিএমইএ’র হিসেবে শনিবার পর্যন্ত ৪০টি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়। তবে কার্যক্রম প্রক্রিয়াধীন। এরমধ্যে ঢাকার ১০টি, গাজীপুরের ১১টি, সাভার-আশুলিয়ার ৬টি, চট্টগ্রামের ১২টি ও প্রত্যন্ত অঞ্চলের ১টি পোশাক কারখানা রয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব