শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিইউসি’র প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও, কর্মসূচীতে পুলিশের বাধা

শরীফ শাওন : [২] শিল্প এলাকাগুলোতে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা। ছাঁটাই, মামলা, নির্যাতন, স্বাস্থ্য, চাকুরি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে টিইউসি’র নেতারা রোববার জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দিলে পথে পথে পুলিশি বাধার মুখে পড়ে। পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

[৩] গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্র জানায়, প্রথমে কদমফুল ফোয়ারার সন্নিকটে এবং মৎস ভবন মোড়ে পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা উপেক্ষা করে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে শ্রমিকরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এসময় নেতারা বলেন, ছাটাই-নির্যাতন ও বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ না হলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

[৪] সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, কারখানায় শ্রমিকদের সংক্রমণ ঝুঁকি মোকাবেলা নিশ্চিত করা হয়নি, বরং উপসর্গ দেখা দিলে চাকরি হারাচ্ছেন শ্রমিকরা। এছাড়াও এ সঙ্কটমুহুর্তে তাদের নূন্যতম খাদ্য নিরাপত্তা বা রেশনিং এর ব্যবস্থা রাখা হয়নি।

[৫] সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, মহামারির সময় মালিকপক্ষ মুনাফা ঠিক রেখেই শ্রমিকদের ছাঁটাই ও পাওনা থেকে বঞ্চিত করছেন। সরকারি দপ্তরগুলোতে প্রতিকার চেয়ে সুফল মিলছে না। বরং মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এছাড়াও রাষ্ট্রায়ত্ব সব পাটকল বন্ধের গণ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়