শিরোনাম
◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্যকর লকডাউন দরকার, বললেন ডা. এ বি এম আবদুল্লাহ ও ডা. লেনিন চৌধুরী

ভূঁইয়া আশিক : [২] প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, কোভিড-১৯ প্রকোপ কমে আসছে। আমরা এখন পিকে আছি। সংক্রমণ কমতে শুরু করবে। কারণ ইতোমধ্যেই প্রচুর মানুষ আক্রান্ত হয়ে গেছে। টেস্ট করলে হয়তো বোঝা যেতো, কী পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে।

[৩] সংক্রমণ বাড়ছে না, কমছেও না, প্রায় একটা জায়গা ঘুরাফেরা করছেÑ কেন হচ্ছে এমনটি, বলা মুশকিল। তবে সংক্রমণ না বাড়া শুভ লক্ষণ।

[৪] কিট সংকট মানে সময়মতো অর্ডার দেওয়া হয়নি। হয়তো এতো গুরুত্বও দেয়নি। ফলে সরকারের বদনাম হচ্ছে। অতি দ্রুত কিট সংকট দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। একইসঙ্গে প্রতিদিন টেস্টের পরিমাণ বাড়ানো জরুরি।

[৫] তিনি বলেন, রেডজোন কৌশল ব্যর্থ হলে ঢাকা-চট্টগ্রাম পুরো লকডাউনে যেতে হবে।

[৬] প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, বিক্ষিপ্তভাবে লকডাউন ঘোষণা করে কোনো লাভ হবে না। কোভিড-১৯ সংক্রমণের গতিধারা বুঝতে হলে যে পরিমাণ টেস্ট করা দরকার, সেটি হচ্ছে না। আমরা যা বলছি তা অনুমান নির্ভর। জনসংখ্যা অনুযায়ী যে পরিমাণ টেস্ট করা দরকার ছিলো, তা হয়নি। ফলে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

[৭] যেসব জায়গা সংক্রমিত, সেসব এলাকা একসঙ্গে লকডাউন ঘোষণা করা উচিত। কারণ এক এলাকায় সাফল্যে মিললে, লোকজন গিয়ে অন্য জায়গা সংক্রমণ ছড়াবে।

[৮] ঢাকা ও চট্টগ্রামকে পুরোপুরি লকডাউন করে নিবির পরীক্ষা অভিযান চালানো দরকার, তা না হলে সমস্যার সমাধান করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়