শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় সব রাজনৈতিক শক্তিকে শক্তিকে ঐক্যবদ্ধ করার আহবান জানালেন মেনন

সমীরণ রায় : [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, করোনা সংকটকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি নেতৃত্বের ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু এই খাতের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে মানুষের জীবনে গভীর সংকটে। এ অবস্থা চলতে থাকলে করানোকে সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে না। এটা কেবলমাত্র একার নয়, সবার কাজ।

[৩] তিনি বলেন, ওয়ার্কার্স পার্টির তরফ থেকে আমরা ১৩ দফা কর্মসূচি দিয়েছি। এখানে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবায় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের স্বাস্থ্যঝুঁকি ভাতার কথা বলেছি। সাংবাদিকদেরও স্বাস্থ্যঝুঁকি ভাতার আওতায় অন্তর্ভুক্ত করার কথা বলেছি।

[৪] রাশেদ খান মেনন বলেন, করোনা সংকটে সব রাজনৈতিক শক্তিকে সংশ্লিষ্ট করতে হবে। কিন্তু দুর্ভাগ্য ছয়মাসেও এই কাজে রাজনৈতিক শক্তিকে এক করার কোনো পদক্ষেপ লক্ষ্য করিনি। বরং রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে।

[৫] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ভিডিওকনফারেন্সে তিনি এসব কথা বলেন।

[৬] ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, সদস্য শাহানা ফেরদৌসী লাকী প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়