শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্লাবনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুজন কৈরী : [২] যৌতুক দাবি, যৌতুকের জন্য নির্যাতন এবং ভ্রুণ হত্যার অভিযোগে সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের দায়ের করা মামলায় আসামি রেজাউল করিম প্লাবনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।

[৩] শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন দাবি জানানো হয়। ‘বোন পারুলের জন্য আমরা’ এই ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন লেখক ও প্রকাশক রবিন আহসান।

[৪] বক্তারা বলেন, পারুল রাষ্ট্রের কাছে যে বিচার দিয়েছেন, তা তিনি পাচ্ছেন না। সাংবাদিক হয়ে পারুল বিচার না পেলে অন্যরা কীভাবে বিচার পাবে? প্লাবন একজন নির্যাতনকারী, ভ্রুণ হত্যাকারী। দেশে যখন মানুষ যৌতুকের বিরুদ্ধে সোচ্চার, ঠিক সেই সময়ে প্লাবন যৌতুকের জন্য নির্যাতন করেছে পারুলকে। সেই প্লাবনকে কিছু নেতারা রক্ষা করতে উঠে পড়ে লেগেছেন। অবিলম্বে প্লাবনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

[৫] মানববন্ধনে কবি ও লেখক শাহেদ কায়েস বলেন, জঙ্গি থেকে শুরু করে বড় বড় আসামি পুলিশ গ্রেপ্তার করলেও প্লাবনকে পাচ্ছে না- এটা আমরা বিশ্বাস করি না। পুলিশের সদিচ্ছা থাকলেই তাকে গ্রেপ্তার করা সম্ভব।

[৬] আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন, পারুলের ফৌজদারী আইনের মামলায় দ্রুত প্লাবনকে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। সাংবাদিকতার নামে যেভাবে প্লাবনের মতো অপরাধীকে লালন করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।

[৭] লেখক সাদিয়া নাসরিন বলেন, পারুলের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। সেই ফৌজদারী মামলার আসামি প্লাবন অপরাধ করেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাফেরা করছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, প্লাবনের শক্তির উৎস কোথায়, এখনও কেন ধরা পড়লো না।

[৮] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ বলেন, প্লাবনকে গ্রেপ্তার করতে বাধা কোথায়? আমাদের ধারণা সাংবাদিকদের কেউ কেউ প্লাবনকে প্রশ্রয় দিচ্ছেন। যারা দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। আপনারাও বিপদে পড়লে কেউ পাশে থাকবে না।

[৯] কবি ও লেখক কাজী নুসরাত শারমিন বলেন, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। দেশে এখনও নারীর জন্য পরিবেশ তৈরি হয়নি-এমন মন্তব্য করে তিনি বলেন, রাস্তা-ঘাটে, বাসে নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। নারীর জন্য এমন একটা ক্ষেত্র তৈরি হোক যাতে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়