শিরোনাম

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০০ টাকার বিল ৭ হাজার টাকা আসায় বিদ্যুৎ অফিস ঘেরাও!

মুসবা তিন্নি : [২] রাজশাহী নগরীর গ্রাহকদের বিদ্যুৎ বিল নিয়ে সাম্প্রতিক সময়ের ভোগান্তি বেশ আলোচিত। এই ভোগান্তি এবং অতিরিক্ত বিদ্যুত বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তারা বিক্ষোভ করে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এসময় কেউ কেউ অভিযোগ করেন যে বাসায় মাসে ৭০০ টাকার বিদ্যুৎ বিল দেওয়া হত। সেখানে গত মাসের বিদ্যুৎ বিল এসেছে ৭- ৮ হাজার টাকা। এতো টাকা বিদ্যুৎ বিল এখন কোথায় থেকে দিবেন বলে প্রশ্ন রাখেন রাখেন মধ্যবিত্ব পরিবারের সদস্যরা।

[৩] বিক্ষোভে অংশ নেওয়া কামাল হোসেন একজন কাপড় ব্যবসায়ী, শহরে পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকেন তিনি জানান, যেদিন থেকে করোনা ভাইরাসের কথা শহরে ছড়িয়ে পড়েছে সেদিন থেকেই কাপড়ের ব্যবসায় ভয়াবহ মন্দা চলছে। চলমান সময়গুলোতে কাপড়ের ব্যবসায় ভালো লাভ ছিলো তাই পরিবার নিয়ে শহরে চলে অাসি ছেলেমেয়েদের ভালো স্কুলে ভর্তী করায় কিন্তু বর্তমানে জীবন জীবিকা, বাসাভাড়া সবকিছু নিয়েই টানাটানির মধ্যে রয়েছি। ছোট ছেলেমেয়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে গ্রামেও ফিরে যেতে পারছিনা। একে তো বাসা ভাড়া দিতেই হিমশিম খাচ্ছি তারউপর এবার বিদ্যুৎ বিল এসেছে ৫ হাজার টাকা। কোথায় থেকে দেবো এতো টাকা বলে প্রশ্ন করেন তিনি।

[৪] একই ধরনের অভিযোগ বিক্ষোভে অংশ নেওয়া অন্যদেরও। তারা সবাই বিদ্যুৎ বিলের বাড়তি বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কর্তৃপক্ষ বলছে, বাড়তি বিদ্যুৎ বিল যাদের গেছে, অভিযোগ পেলে সেটি সমন্বয় করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়