শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৫৫২, মৃত ৩৮৪

মহসীন কবির : [২] লকডাউন শিথিলের পর থেকে দেশটিতে প্রতিদিনই শনাক্ত রোগী আগের দিনের রেকর্ড টপকাচ্ছে। সব মিলিয়ে দেশটিতে এখন সরকারি হিসাবেই কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। আনন্দবাজার ও এনডিটিভি

[৩] নতুন আরও ৩৮৪ জনের মৃত্যু নিয়ে ভারতে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ৬৮৫ তে।আনন্দবাজার জানিয়েছে, ৩০ জানুয়ারি কেরালায় প্রথম চীনের উহানফেরত এক ব্যক্তির দেহে কোভিড-১৯ মেলে। এরপর শনাক্ত রোগী এক লাখে পৌঁছায় মে’র মাঝামাঝি।

[৪] শনাক্ত রোগী ও মৃত্যুতে ভারতের মধ্যে সবার উপরে আছে মহারাষ্ট্র। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে মৃত্যুই ছাড়িয়েছে ৭ হাজার ১০০, শনাক্ত রোগী দেড় লাখের বেশি। রাজধানী দিল্লির অবস্থাও বেহাল। গুজরাটে মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯২ জনের। শনাক্ত রোগী ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে তামিল নাডু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশেও।

[৫] নতুন ৫৪২ জন নিয়ে পশ্চিমবঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৯০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ রাজ্যে মৃত্যুর সংখ্যাও পৌঁছেছে ৬১৬ তে। কর্মকর্তারা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ থাকলেও আক্রান্ত রোগীর অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফেরাটা তাদের স্বস্তি দিচ্ছে।

[৬] শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আরও ১০ হাজার ২৪৪ কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তারা। এ নিয়ে ভারতে সরকারি হিসাবেই সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেল, জানিয়েছে আনন্দবাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়