শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পার্টনারের ২৪ লাখ টাকা চুরির অভিযাগে ব্যবসায়ী পার্টনার গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর কেতোয়ালী এলাকার এক ব্যবসায়ীর টাকা চুরির অভিযোগে ওই ব্যবসায়ীর পার্টনার মো. জাহিদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রিপনের ভাগ্নে মো. অহিদুর রহমান মিলন এবং সহযোগী আমিনুল ইসলামকে।

[৩] পুলিশ জানায়, দুই ব্যবসায়ী মো. জুয়েল ইসলাম মিঠু ও মো. জাহিদুল ইসলাম রিপন যৌথভাবে ফেব্রিক্স ব্যবসা করেন পুরান ঢাকার হক মার্কেটে। গত মঙ্গলবার ব্যাংক থেকে ২৫ লাখ টাকা তুলে এক লাখ টাকা পাওয়াদারকে দেন। বাকি ২৪ লাখ টাকা দোকানের টেবিলের নিচে রাখেন মিঠু। এরপর জোহরের নামাজ পড়ার কথা বলে মিঠু তার ব্যবসায়িক পার্টনার রিপন ও দোকানের কর্মী ইমরানের জিম্মায় টাকাগুলো রেখে বাইরে যান। কিছুক্ষণ পর দোকানের কর্মী ইমরান মিঠুকে ফোনে জানান রিপন তাকে চা আনার জন্য পাঠালে তিনি বাইরে যান এবং চা নিয়ে দোকানে এসে রিপনকে দেখেন নাই এবং দোকানে রাখা টাকাগুলোও নাই।

[৪] এ বিষয়ে ডিএমপির কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, মিঠু টাকা চুরির খবর শুনে হতভম্ব হয়ে যান। এ ঘটনায় থানায় একটা মামলা করেন। এরপর তদন্ত শুরু হয়।

[৫] কোতয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, শুরুতে পুলিশের নানা কৌশল কাজে আসছিলো না। মামলার আসামী বারবার স্থান পরিবর্তন করছিলেন। কিন্তু দুই দিন টানা পরিশ্রম ও নানা কৌশল অবলম্বন করে আসামীদের অবস্থান অনুসরন করে পুলিশ খুলনায় পৌঁছায়। আটক করা হয় অভিযুক্তকে। কিন্তু সেখানে গিয়েও পুলিশের আভিযানিক দলকে নানা বিড়ম্বনায় পড়তে হয়। টাকা নেয়ার কথা বারবার অস্বীকার করতে থাকেন অভিযুক্ত। পুলিশও কৌশল অবলম্বন করে। একপর্যায়ে চুরিকৃত টাকা উদ্ধার ও গ্রেপ্তার করা হয় আসামীদের। গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন (৩৪), মিলন (২৬) ও আমিনুল ইসলাম (৩৫)। তাদের মধ্যে রিপন ও মিলন সম্পর্কে মামা-ভাগ্নে।

[৬] সাইফুল আলম মুজাহিদ জানান, আসামীদের গ্রেপ্তারে ডিএমপির ইন্টিলিজেন্স এন্ড এনালাইসিস ডিভিশন (আইএডি) ও খুলনার ফুলতলা থানা পুলিশ সহযোগীতা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়