শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে যুক্তরাষ্ট্রে এখন বেকার ৪৭ মিলিয়ন মানুষ

রাশিদ রিয়াজ : [২] কোভিডের কারণে গত মধ্য মার্চ থেকে যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৭০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। এর উপর আরো ১.৪৮ মিলিয়ন মানুষ গত সপ্তাহে বেকারভাতার আবেদন করেছে বলে জানিয়েছে ইউএস লেবার ডিপার্টমেন্ট। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন আরো ১.৩ মিলিয়ন মানুষ খুব শীঘ্রই বেকারভাতা দাবির জন্যে আবেদন করবেন। আরটি

[৩] দুই সপ্তাহ আগে বেকারভাতা দাবি করে আবেদনের সংখ্যা ছিল সাড়ে ১৯ মিলিয়ন। এক সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ২০.৩ মিলিয়ন। অর্থনীতিবিদ লুইস আলেক্সান্ডার ইয়াহু ফাইনান্সকে বলেন, শ্রমবাজার উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ায় বেকারত্বের গতি হ্রাস পাচ্ছে না।

[৪] শ্রমবাজার বিশ্লেষক নেইল দত্ত বলেন, বেকারত্বের দাবি দ্রুত হ্রাস পাওয়ার কোনো লক্ষণ নেই। কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি, স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। বেশকিছু অর্থনৈতিক গতি স্থবির হয়ে পড়েছে। সরকারি চাকরি হ্রাস পাচ্ছে। এসব সূচক বিবেচনা করলে পরিস্থিতি খুব সহজেই হেরফের হওয়ার নয়।

[৫] গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে সর্বোচ্চ ২ লাখ ৮৭ হাজার মানুষ বেকারভাতা দাবি করে আগের সপ্তাহে যা ছিল ২ লাখ ৪১ হাজার, জর্জিয়ায় ১ লাখ ৩২ হাজার থেকে বেকার মানুষের সংখ্যা হ্রাস পায় ১ লাখ ২৪ হাজার মানুষ, ফ্লোরিডায় এ সংখ্যা ছিল ৯৩ হাজার, নিউইয়র্কে ৯০ ও টেক্সাসে ৮৯ হাজার বেকারভাতার আবেদন জমা পড়ে।

[৬] যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্ত সংখ্যা ২৪ লাখ ছাড়িয়ে যাওয়ার পর মারা গেছে ১ লাখ ২৪ হাজার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়